Samik Bhattacharya : কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে ইগো স্যাটিসফাই করার রাজনীতি চলছে রাজ্যে, বললেন শমীক ।Bangla News

Continues below advertisement

সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন শমীক ভট্টাচা‌র্য। তিনি বলেন, প্রায় প্রত্যেকটি প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিকরা বারবার মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন তাদের এলকায় চিকিৎসা ব্যবস্থার অভাবের কথা, সেখানে তিনি নিঃসংশয়ে থাকতে বলেছেন সেই সমস্ত আধিকারীকদের। কিন্তু তা ফলপ্রসু হচ্ছে না। তিনি আরও বলেন,  রাজ্য সরকার নাম বদল করে একটি প্রকল্প চালাচ্ছেন তার নাম সুস্বাস্থ্য কেন্দ্র। এর ৬০ শতাংশ অর্থ সাহা‌য্য আসে কেন্দ্রের তরফ থেকে। কল্যাণী এইমসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কল্যাণীর এইমসে চিকিৎসার মান ‌যে উৎকর্ষতায় পৌঁছেছে সেই খবর সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি। রাজ্য সরকারের প্রচারের অভাবে এখনও প‌র্যন্ত রাজ্যবাসী ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন চিকিৎসার জন্য। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সমস্ত জেলা সদরে একটি করে হাসপাতাল তৈরি হবে, তার ৬০ শতাংশ অর্থ সাহা‌য্য করবে কেন্দ্র। এর মধ্যে ১৫১ টি হাসপাতালের অর্থ সাহা‌য্য পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গে ৫টি হাসপাতাল তৈরি হলেও বাকি কোনো হাসপাতাল তৈরিতে তৎপর নয় সরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram