Soumitra Khan Controversy: জঙ্গলমহল নিয়ে সৌমিত্রর দাবিতে ‘নেতৃত্বের সমর্থন নেই’, দাবি দিলীপ ঘোষের

Continues below advertisement

পৃথক জঙ্গলমহল রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। পৃথক রাজ্যের দাবির বিরোধিতায় সরব বামেরাও। ধরি মাছ না ছুঁই পানি অবস্থান নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহল। জন বার্লার (John Barla) পৃথক উত্তরবঙ্গ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবির পর এবার জঙ্গলমহলের জন্য একই দাবি তুলেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। জঙ্গলমহল আর পাহাড়ের পৃথক সত্ত্বার দাবি জানাচ্ছেন দুই বিজেপি সাংসদ। লোকসভা ভোটে বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী জঙ্গলমহলের ৪টি জেলার ৪০টি আসনের মধ্যে ৩০টিতে লিড ছিল বিজেপির। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের আধিপত্য খর্ব হয়। অঙ্গলমহলের ৪০টি আসনের মধ্যে বিজেপি ১৬টি আসনে জয়ী হয়। এই পরিস্থিতিতে সৌমিত্র খাঁ-র পৃথক জঙ্গলমহলের  দাবি এবং বিজেপির পশ্চিমবঙ্গ দিবসকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। পৃথক রাজ্যের দাবি খাঁচা থেকে বেরিয়ে পড়তেই তা ঘিরে বিতর্ক এখনই থামার লক্ষণ দেখা যাচ্ছে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram