Soumitra Khan John Barla Controversy: 'বাংলা ভাগ হবে না, এটাই দলের মত', অবস্থান স্পষ্ট করলেন দিলীপ
দলীয় নেতাদের একাংশের পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে কড়া মনোভাব দেখালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছেন যে বাংলা ভাগ হবে না। এটাই দলের মত বলে স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর এই কড়া অবস্থানের পরেই সুর নরম করেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এক বিজেপি সাংসদ চাইছেন পৃথক উত্তরবঙ্গ (North Bengal) রাজ্য, অপর বিজেপি সাংসদ দাবি করছেন আলাদা জঙ্গলমহল (Jangalmahal) রাজ্যের। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে বঙ্গভঙ্গের অভিযোগে সরব তৃণমূল (TMC)। সূত্রের দাবি, মঙ্গলবার বিজেপি মিডিয়া সেলের (BJP Media Cell) বৈঠকে সদস্যদের একাংশ দিলীপ ঘোষের কাছে অভিযোগ করে জন বার্লা (John Barla) ও সৌমিত্র খাঁ যেভাবে আলাদা রাজ্যের দাবিতে সরব হচ্ছেন, তাতে দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। দুই সাংসদকে সতর্ক করার দাবি জানানো হয়। এরপরই দিলীপ ঘোষ অত্যন্ত কড়া ভাষাতে এই ইস্যু নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করে দেন। এরই সঙ্গে পৃথক রাজ্যের দাবি জানানো নেতাদের পরোক্ষে খোঁচাও দেন তিনি।