Bengal Top Stories: করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

Continues below advertisement

বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের চেষ্টা করছেন রাজ্যপাল (Governor)। লোকসভার অধ্যক্ষের কাছে বেনজির নালিশ বিধানসভার অধ্যক্ষের। কমিশনের (Election Commission) আট দফা ভোটের জন্যই করোনায় রাজ্যে ৯ বিধায়কের মৃত্যুর অভিযোগ। শর্তসাপেক্ষে দেশে ফিরতে তৈরি বিনয় মিশ্র (Vinay Mishra), চাই গ্রেফতার না করার প্রতিশ্রুতি; আদালতে প্রস্তাব আইনজীবীর। ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়া যায়? সিবিআইকে (CBI) প্রশ্ন বিচারপতির। আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। ১০ সদস্যের নতুন বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য সরকার। রাজ্যে একদিনে করোনায় (Corona) আক্রান্ত ফের ২ হাজারের নিচে। ৪৭ জনের মৃত্যু। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। জেলায় একদিনে আক্রান্ত ২০৭ জন, মৃত ১৫ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ১৭২ জন, মৃত ১১ জন।  চেতলায় ভিডিও প্রকাশ্যে এনে কাঞ্চন-শ্রীময়ীর বিরুদ্ধে বিস্ফোরক পিঙ্কি। বিচারপতি অনিরুদ্ধ বসু সরে দাঁড়ানোর পরে নারদ মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) নতুন বেঞ্চ। হাইকোর্ট হলফনামা না নেওয়ার অভিযোগে মমতা-মলয়ের আবেদনের শুনানি। ফের শুনানি আজ। এবার স্ট্র্যান্ড রোডে কঙ্কাল রহস্য। বন্দর কর্তৃপক্ষের পরিত্যক্ত পাম্প হাউসের ছাদে মিলল কঙ্কাল। নর কঙ্কাল বলে সন্দেহ পুলিশের। বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া বাড়ি পরিষ্কার করতে গিয়ে কঙ্কালের হদিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram