SSC: আদালতে ভর্ৎসিত এসএসসি, দায় নিয়ে ব্রাত্য বসু বনাম পার্থ চট্টোপাধ্যায় | Bangla News
স্কুলে গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই প্রেক্ষাপটে দায় নিয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষামন্ত্রীর মধ্যে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে (SSC) তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে দুর্নীতির দায় নিয়ে রাজ্যের প্রাক্তন এবং বর্তমান শিক্ষামন্ত্রীর মধ্যে কার্যত শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী হন ব্রাত্য় বসু (Bratya Basu)। তারপর ব্রাত্য বসুকে সরিয়ে শিক্ষামন্ত্রী করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। সেই থেকে ২০২১ সাল পর্যন্ত টানা শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। এবছর তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর শিক্ষা দফতরে ফিরিয়ে আনা হয় ব্রাত্য বসুকে।