TMC Attacks Governor: '৪৮ ঘণ্টা পরেও জৈন হাওয়ালা নিয়ে কেন চুপ রাজ্যপাল', প্রশ্ন সুখেন্দুশেখরের
জৈন হাওয়ালাকাণ্ড নিয়েও এদি রাজ্যপালকে (Governor Jagdeep Dhankhar) ফের নিশানা করেন সুখেন্দুশেখর (Sukhendu Sekhar Roy)। প্রশ্ন করেন, ‘জৈন হাওয়ালা নিয়ে ৪৮ ঘণ্টা পরেও কেন চুপ রাজ্যপাল?’ তিনি বলেন, ‘তৃণমূলের সাংবাদিক বৈঠকের দিন মারা গেলেন জৈন হাওয়ালা কাণ্ডের মাথা। এই ঘটনা কাকতালীয় কিনা দেখা দরকার।’ সুখেন্দুশেখর দাবি করেন, ‘জৈন হাওয়ালার ডায়েরিতে রয়েছে এক জগদীপ ধনকড়ের নাম। তিন চারটি ইনস্টলমেন্টে টাকা নিয়েছিলেন ডায়েরিতে নাম থাকা জগদীপ ধনকড়।’ তাঁর প্রশ্ন, ‘এই জগদীপ ধনকড় কে?’
তিনি যোগ করেন, ‘এই রাজ্যপালের বিরুদ্ধে কোথাও জমি কেলেঙ্কারি, জৈন হাওয়ালায় কেলেঙ্কারির অভিযোগ। এজেন্সির মাধ্যমে এই অভিযোগের তদন্ত করা উচিত।’ তৃণমূল সাংসদের দাবি, ‘অবিলম্বে এই রাজ্যপালকে বরখাস্ত করা উচিত।’ এই বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানান সুখেন্দুশেখর। বলেন, ‘তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ট্যুইটের পর চুপ কেন রাজ্যপাল?’
এদিকে আজ রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর একটি ছবি প্রকাশ করা হয় তৃণমূলের তরফে। এই ছবি প্রকাশ করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় দাবি করেন, দেবাঞ্জনের দেহরক্ষীর মাধ্যমেই কয়েকজনের কাছে বিশেষ উপহার যেত।