Amit Shah-Suvendu Adhikari Meeting: রাজ্যে BJP-র পরবর্তী রণকৌশল কী! স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু

Continues below advertisement

রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এর আগে ৮ জুন বৈঠক করেছিলেন অমিত-শুভেন্দু (Amit Shah-Suvendu Adhikari)। রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে হতে পারে আলোচনা, খবর সূত্রের। আলোচনায় উঠতে পারে রণকৌশলও।

এদিকে আজ সংবাদিকদের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "মানুষকে বিজেপি (BJP) বা অন্য দল ছাড়তে হচ্ছে। কারণ তাঁদের সুরক্ষা নেই। সারা দেশ এবং বিদেশেও চর্চার বিষয়। এই সরকারের উপর মানুষের বিশ্বাস চলে গেছে। প্রশাসনের উপর বিশ্বাস চলে গেছে। তাই বিভিন্ন কমিশনে অভিযোগ জানাতে হচ্ছে। বারবার বিভিন্ন কমিশন পশ্চিমবাংলায় পরিস্থিতি পর্যবেক্ষণে আসছেন। মিথ্যে কথা বলে নিজের পিঠ বাঁচানো যাবে না। প্রত্যেক জায়গায় মুখ্যমন্ত্রী, আমলাদের সঙ্গে দেবাঞ্জনকে দেখা গেছে। তিনি কী করতেন তাও জানা গেছে। বিড়াল ঝুলি থেকে বেরিয়ে গেছে। তাই এখন বিজেপিকে (BJP) টানা হচ্ছে। রাজ্যপালকে টানা হচ্ছে। সাধারণ মানুষ খুব চিন্তায় পড়েছেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram