Swapan Dasputa tweet: তৃণমূলকে চিনের লাল ফৌজের সঙ্গে তুলনা করে আক্রমণ বিজেপি সাংসদের
চিনের সাংস্কৃতিক বিপ্লবের প্রসঙ্গ টেনে বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ট্যুইটারে রাজ্য সরকারকে নিশানা স্বপন দাশগুপ্তর (Swapan Dasgupta)। বিজেপি (BJP) সাংসদ লিখেছেন, অনেকেরই মনে পড়বে ১৯৬০ সালের চিনের সাংস্কৃতিক বিপ্লবের ভয়াবহতার কথা। লাল ফৌজ সাধারণ মানুষকে উপেক্ষা করত, আত্মসমালোচনা করানোর নামে এবং অন্যান্য নানাভাবে তাদের ওপর নির্যাতন চালাত, স্মৃতিসৌধ ধ্বংস করত। এখন পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের ওপর সেরকমটাই ঘটছে, ট্যুইটারে এমনই সমালোচনা স্বপন দাশগুপ্তর।
' রাজ্যপাল (Governor) অন্যায় করছেন, অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন। এখন কালো পতাকা দেখাচ্ছে, এরপর লোকে তাড়া করবেন।' রাজ্যপালকে নিশানা করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। 'রাজ্যপাল পদের প্রয়োজন নেই ' বলেও মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “রাজ্যপাল যেভাবে কথা বলছেন, অধিকারের বাইরে কথা বলছেন। রাজ্যপাল অন্যায় করছেন, মানুষ এখন কালো পতাকা দেখাচ্ছে, এরপর লোকে তাড়া করবে। মুখ্যমন্ত্রী মানুষের বিপুল ভোট পেয়েছেন, দরকারে বসুন, কথা বলুন”।