Syamaprasad Birthday: 'বাংলায় সমাজ সুরক্ষিত নয়,' শ্যামাপ্রসাদের জন্মদিবসে আক্রমণে দিলীপ
আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syamaprasad Mukherjee) জন্মদিবস। এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য বিজেপি (BJP)। সভামঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘বাংলায় শ্যামাপ্রসাদের স্বপ্ন আগে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলার কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন। সারা দেশ বাংলার দিকে তাকিয়ে আছে। এখনও বাংলার সমাজ সুরক্ষিত নয়। বাংলার মানুষের অধিকার, মহিলাদের সম্মান সুরক্ষিত নয়। সেসব সুরক্ষিত করার কাজ আমাদের করতে হবে। এই কাজের ভার আমরা কাঁধে তুলে নিয়েছি। আমাদেোর পরিশ্রম করে, লড়াই করে অন্যায়ের বিচার করতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কল্পনাকে বাস্তবায়িত করে বাংলার মানুষকে গর্বিত করতে হবে। তাঁকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংকল্প নিচ্ছি, তাঁর অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করব। আত্মনির্ভর ভারতের মতো আমরা আত্মনির্ভর বাংলা তৈরি করব। পশ্চিমবঙ্গ আগে সবদিক দিয়ে ভারতের পথ প্রদর্শকের ভূমিকা নিয়েছিল। দুর্ভাগ্যবশত এখন বাংলা থেকে মেধা, শ্রম সব কিছু পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।’