Teacher Recruitment: 'বলছেন টাকা নেই, তাহলে মাইনে দেবেন কী করে', শিক্ষক নিয়োগের ঘোষণাকে কটাক্ষ দিলীপের

Continues below advertisement

“এখন স্কুল বন্ধ। এদিকে করোনার জন্য বলছেন ভাঁড়ারে টাকা নেই, তাহলে ৩০ হাজার শিক্ষককে বেতন দেবে কী করে? চুক্তিভিত্তিক, সাময়িক – এসব দিয়েই তো চলছে। আগে যেখানে সরকারি কর্মচারী ৭ লক্ষ ছিল, সেখানে এখন তা সাড়ে ৩ লক্ষ ৪ লক্ষে পৌঁছে গিয়েছে। কেন এত পদ খালি? কারণ লোকের চাকরি নেই। আর সেই কারণেই বাংলার যুবকদের গুজরাত, মহারাষ্ট্রে যেতে হচ্ছে। উন্নয়নটা কে করবে? কিছু দুর্নীতিগ্রস্ত লোক আর কিছু বুড়ো এখানে থেকে বাংলার উন্নয়ন করতে পারবে? সত্যি যদি সম্ভব হয় তবে দেওয়া উচিত। শুধু প্রতিশ্রুতি নয়। ১০ বছর হয়ে গেল, তিনবার প্রতিশ্রুতি দিয়ে জিতলেন, এবার তো সত্যি সত্যি কিছু করুন”, গতকাল শিক্ষক নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণাকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

সোমবার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, পুজোর আগে উচ্চ প্রাথমিকে (Upper Primary) ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এই সময়ের মধ্যে প্রাথমিকে (Primary) নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বহু মামলা হয়েছে। দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ। এই প্রেক্ষাপটেই তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। এদিকে কর্মশিক্ষা, শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিক শূন্য পদে ১৪ হাজার ৩৩৯ জন শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram