TMC-BJP Clash: ১০০ দিনের কাজ নিয়ে দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁকুড়ায়, আটক ৬
বাঁকুড়ার (Bankura) প্রতাপপুর গ্রামে দফায় দফায় তৃণমূল-বিজেপি (TMC, BJP) সংঘর্ষ। বাঁকুড়া সদর থানার অন্তর্গত ওই গ্রামে এই সংঘর্ষের কারণে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর করা হয়েছে স্থানীয় তৃণমূল পার্টি অফিস। স্থানীয় সূত্রে খবর, এই বিধানুভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। বিজেপির দাবি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা এই এলাকায় বিজেপি সমর্থকদের ১০০ দিনের কাজ দিচ্ছেন না। পাশাপাশি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মতো দরকারি কাগজপত্রও পাচ্ছেন না বিজেপি সমর্থকরা। এই অভিযোগে আজ এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিজেপি সমর্থকরা। শুরু হয় বচসা, যা পরবর্তীকালে সংঘর্ষের আকার নেয়। অন্তদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জয়যুক্ত হওয়ার পরেই তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। সংঘর্ষের কারণে উত্তপ্ত রয়েছে গোটা গ্রাম। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।