Parliament Monsoon Session 2021: রাজ্যসভাতেও নিশীথ প্রামানিকের নাগতিকত্ব বিতর্ক নিয়ে সরব তৃণমূল
Continues below advertisement
বাদল অধিবেশনের (Parliament Monsoon Session 2021) প্রথম দিনই উত্তাল সংসদ। বিরোধীদের হই-হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হল উভয় কক্ষই। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নাগরিকত্ব বিতর্ক নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মুখদের পরিচয় রাজ্যসভায় করিয়ে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় বিরোধীরা তুমুল চিৎকার শুরু করে। এতে মোদি বলেন, দেখে মনে হচ্ছে কয়েকজন সাংসদ চাইছেন না, মন্ত্রিসভায় একজন মহিলা বা একজন দলিত প্রতিনিধি থাকুন। তাই এই পরিচিতি পর্বে বাধা সৃষ্টি করা হচ্ছে। এর আগে, একইভাবে, লোকসভাতেও, যখন মোদি তাঁর মন্ত্রিসভার নতুন মুখদের পরিচিতি করাচ্ছিলেন, তখন বিরোধীরা প্রবল হই-হট্টগোল শুরু করেন। প্রসঙ্গত, নতুন কেউ মন্ত্রিসভার সদস্য হলে, প্রথামাফিক উভয় কক্ষে তাঁর পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী।
Continues below advertisement
Tags :
TMC BJP Monsoon Session Rajya Sabha ABP Ananda Lok Sabha ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Sukhendu Sekhar Roy Nisith Pramanik Parliament Monsoon Session 2021