Tushar Mehta Controversy: সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণের দাবিতে আজই রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল
সলিসিটর জেনারেল (Solicitor General) তুষার মেহতার (Tushar Mehta) অপসারণের দাবিতে আগামীকালই রাষ্ট্রপতি (President of India) রামনাথ কোবিন্দের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল (TMC)। তার আগেও ফের একবার তুষার মেহতার বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। ট্যুইটারের জোড়া ফলায় বিদ্ধ করল সলিসিটর জেনারেলকে। ট্যুইটারে তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন (Derek O'Brien)
লিখেছেন, "সরকারি আইনজীবী অভিযুক্তকে পরামর্শ দিতে পারেন না। নিরপেক্ষভাবে কাজ করুন, বিজেপির হয়ে কাজ করবেন না।"
অন্যদিকে তুষার মেহতাকে নিশানা করে কুণাল ঘোষ (Kunal Ghosh) লিখেছেন, "ভালো করে ভাবুন, শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না। আর, নারদকাণ্ডে সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দুর আপনার বাড়ি যাওয়াটাই কি প্রভাবশালী হিসেবে প্রভাব খাটানোর চেষ্টা নয় ? সেক্ষেত্রে ও গ্রেফতার হবে না কেন।" প্রশ্ন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে চিঠি দিয়েছিলেন তৃণমূলের তিন সাংসদ। নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন ? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্র।