WB Politics: জঙ্গলমহলে BJP-তে ভাঙন, ঝাড়গ্রামের নেদাবহরা গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের
Continues below advertisement
ফের জঙ্গলমহলে (Jangalmahal) বিজেপিতে ভাঙন। এবার ঝাড়গ্রামের নেদাবহরা গ্রাম পঞ্চায়েত ( Nedabahara Gram Panchayat) দখল করতে চলেছে তৃণমূল। ২০১৮ সালে এই পঞ্চায়েতে জয়ী হয় বিজেপি। ৬টির মধ্যে ৪টি দখল করে বিজেপি (BJP)। তৃণমূল জয়ী হয় দুটি আসনে। এর মধ্যে এক বিজেপি সদস্যের মৃত্যু হয়। গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এক সদস্য আর এরপরেই নেদাবহরা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয় বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, ভয় দেখিয়ে দলত্যাগ করাচ্ছে তৃণমূল। শাসকদলের (TMC) পাল্টা দাবি, উন্নয়নে সামিল হতেই এই দলবদল। প্রসঙ্গত, একদিন আগে সাঁকরাইলে রোহিণী গ্রাম পঞ্চায়েত (Rohini Gram Panchayat) দখল করে তৃণমূল।
Continues below advertisement
Tags :
TMC BJP Jhargram ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Bengal Politics Jangalmahal Nedabahara Gram Panchayat