West Bengal Violence News: BJP কর্মীর বাড়িতে গেলেও নিহত TMC কর্মীদের বাড়িতে গেলই না কেন্দ্রের প্রতিনিধি দল!

Continues below advertisement

হিংসার অভিযোগ খতিয়ে দেখতে দুদিনের রাজ্য সফরে এসেছে জাতীয় তফশিলি কমিশনের (National Commission for Scheduled Castes) ৬ সদস্যের প্রতিনিধি দল। গতকাল সফরের প্রথম দিনে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কয়েকটি জায়গায় ঘুরে দেখেন তাঁরা। তবে জামালপুরের নবগ্রামে নিহত বিজেপি (BJP) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেও নিহত তৃণমূল (TMC) কর্মীদের বাড়িতে যাননি কমিশনের সদস্যরা। এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যানের দাবি অভিযোগ যেরকম পেয়েছেন, সেই মতোই তাঁরা পরিদর্শন করেছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram