বাড়ির পথে লাদাখে নিহত রাজেশ ওরাংয়ের দেহ, পরিবারের সঙ্গে দেখা অনুব্রত মণ্ডলের
Continues below advertisement
ঘরের ছেলেকে অর্থাৎ রাজেশ ওরাং-কে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত রয়েছে গোটা গ্রাম। অন্যদিকে বৈশালীতে আর এক জওয়ানের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। কিছুক্ষনের মধ্যে রাজেশের কফিনবন্দি দেহ পৌঁছবে গ্রামে। অন্তিম পর্যায়ের প্রস্তুতি সমাপ্ত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহলের লোক ইতিমধ্যে আসা শুরু করেছে। অনুব্রত মণ্ডল দেখা করেছেন শহিদের পরিবারের সঙ্গে।
Continues below advertisement
Tags :
India China Attack India China Border Firing Rajesh Orang China Abp Ananda India Ladakh Birbhum