Rathyatra: পুরীর জগন্নাথদেবের মন্দিরের পরতে পরতে ইতিহাসের ছোঁয়া, জেনে নিন শ্রীক্ষেত্রের মাহাত্ম্য

Continues below advertisement

আজ রথযাত্রা (Rathyatra)। গত বছরের মতো এবারেও ভক্তশূন্য থাকছে পুরী (Puri)। এই রথযাত্রা ঘিরে রয়েছে নানা কাহিনী, নানা জনশ্রুতি। পুরীর জগন্নাথধাম হল শাক্ত ও বৈষ্ণব ধারার মহামিলনক্ষেত্র। শ্রীক্ষেত্রে যেমন পুরুষোত্তম জগন্নাথদেব বিরাজ করছেন, তেমনি রয়েছেন সতীর ৫১ পীঠের অন্যতম দেবী বিমলা। এই দুইজনের সহাবস্থানের পিছনে রয়েছে এক মজার প্রবাদ। পদ্মপুরাণ ও ভগবৎপুরাণ অনুসারে পুরীর মন্দির তৈরির পর দেবী বিমলা মন্দির দখল করে রেখেছিলেন। জগন্নাথ, বলরাম, শুভদ্রা মন্দিরের দ্বারে এসে তাঁর কাছে মন্দিরে প্রবেশের অনুমতি চাইলেন। সমস্ত ভক্তকূলকে কৃপা করার জন্য প্রভু জগন্নাথদেব মন্দির ছেড়ে বছরে একবার পথে নেমে আসেন। এই রথ হল সচল, গতিময় জীবনের প্রতীক। সেই সুউচ্চ রথে প্রভু স্বয়ং খর্বাকৃতি। তিনি বামনরূপ ধারণ করে বিরাজিত হন যাতে সহজেই মানুষ তাঁকে টেনে নিয়ে যেতে পারেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram