রুশ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আমেরিকার, কাজে আসবে তাড়াহুড়ো করে তৈরি ভ্যাকসিন? প্রশ্ন চিকিৎসক মহলের একাংশের

Continues below advertisement
বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনে ছাড়পত্র দিল রাশিয়া, প্রথম ভ্যাকসিন নিলেন পুতিনের মেয়ে| ভ্যাকসিন নিরাপদ ও কার্যকরী, দাবি রুশ স্বাস্থ্যমন্ত্রীর| খুব দ্রুত সাধারণের জন্য ভ্যাকসিন তৈরী হবে, জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন| গত ১৭ জুন ৭৬ জন স্বেচ্ছাসেবকের উপের পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় প্রথমবার। তবে এই পরীক্ষার তিনটি পর্যায় রয়েছে, যা সেই থেকে চলছে। গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ যেখানে ভ্যাকসিন গবেষণা চলছে তারই ডিরেক্টর অ্যালেক্সেন্ডার গিন্টসবার্গ জানাচ্ছেন, অ্যাডিনো ভাইরাসের ভিত্তিতে তৈরি নির্জীব কণা ব্যবহার করবে এই টিকা৷
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram