Nirmala Sitharaman:'বেতন, উপার্জন, সঞ্চয় নিজস্ব, তা দেশের সম্পদ নয়,' জানালেন নির্মলা সীতারমণ
Continues below advertisement
অর্থবল নেই খোদ দেশের অর্থমন্ত্রীর। তাই লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, বিজেপির তরফে তাঁকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু নিয়ে তাঁর সমস্যা রয়েছে। কারণ, ওখানে জেতার জন্য বলতে হত তিনি কোন সম্প্রদায়ের বা কোন ধর্মের। তিনি কৃতজ্ঞ কারণ দল তাঁর যুক্তি মেনে নিয়েছে বলে জানিয়েছেন নির্মলা। কেন তাঁর কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই জানতে চাওয়া হলে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, তাঁর বেতন, উপার্জন, সঞ্চয় নিজস্ব, তা দেশের সম্পদ নয়।
Continues below advertisement