'মাছ যেমন জল ছাড়া বাঁচে না আমিও আপনাকে ছাড়া বাঁচব না', মমতাকে চিঠি সোনালির
দল ছাড়ার জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে দুঃখপ্রকাশ করলেন সোনালি গুহ (Sonali Guha)। লিখেছেন, "আমার প্রণাম নেবেন, আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। সেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।"
এবিপি আনন্দর প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে সোনালি গুহ বলেন, "মাছ যেমন জল ছাড়া বাঁচে না, আমার পরিস্থিতিটাও সেরকম হয়েছে। একটি অদ্ভুত দমবন্ধ করা পরিস্থিতি। কোথাও যেন অক্সিজেন পাচ্ছি না। বিজেপি আমায় সিট দিতে চেয়েছিল আমি নিইনি। যাঁর হাত ধরে বিজেপিতে যোগ দিলাম, তিনি ভোটে দাঁড়ালেন অর্থাৎ মুকুল রায় (Mukul Roy)। আমাকে কয়েকটি প্রচারের জন্য ব্যবহার করা হল। মহিলা মোর্চার পক্ষ থেকে অনুষ্ঠান করা হল কিন্তু আমায় ডাকা হল না। হয়তো আমায় বিজেপি বিশ্বাস করেনি। আমি পূর্বের দলেই ফিরে যেতে চাই।"