Majerhat Bridge: প্রায় আড়াই বছরের অপেক্ষার অবসান, কাল থেকে নতুন নামে চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ

Continues below advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় -প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের ১৪ ঘণ্টার মধ্যেই ছন্দপতন। একসঙ্গে কাজ করা মুশকিল, সৌগত রায়কে বার্তা শুভেন্দু অধিকারীর। প্রশ্নের সমাধানের বদলে চাপিয়ে দেওয়ার অভিযোগ। দফায় দফায় দৌত্যের পরে কার্যত হাল ছাড়লেন সৌগত।
তৃণমূলে থাকবেন না অন্য কিছু? সোমবার মেদিনীপুরে মমতার সভার ঠিক আগে রবিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু। ৬ তারিখই স্পষ্ট করবেন অবস্থান, খবর ঘনিষ্ঠ মহল সূত্রে।
তৃণমূলের শুভেন্দু-আশায় কার্যত ইতি। এটাই হওয়ার ছিল, কটাক্ষ কৈলাস বিজয়বর্গীয়র। শুভেন্দুকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা ব্যর্থ, খোঁচা অধীর চৌধুরীর। মন খারাপ হয়ে গেছে, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যে উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, পাল্টা বাইক-র‍্যালি করে বিজেপি কর্মীর দোকানে হামলা।
বন্ধু দেখা হবে, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সাক্ষাৎ এড়ানোর পরেই শীলভদ্র দত্তর গেরুয়া পোস্টে জল্পনা। পুরনো বন্ধুদের কথা বলছি, জাতীয় পতাকাতেও তো আছে গেরুয়া, দাবি বিধায়কের।
নোয়াপাড়ায় ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ বিদায়ী কাউন্সিলরের আত্মীয়। পালানোর সময়েও গুলি, আহত আরও এক। দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই, অনুমান পুলিশের।
মর্নিং ওয়াকেও তৃণমূল-বিজেপি টক্কর। দিলীপ ঘোষের পাল্টা প্রাতর্ভ্রমণে ‘সব বেচে দে’ লেখা টি শার্ট পরা যুব তৃণমূল কর্মীরা। দাদার অনুপ্রেরণায় শরীরচর্চা, কটাক্ষ বিজেপির।
সবাইকে পিছনে ফেলল ফাইজার। বিশ্বে প্রথম ব্রিটেনের বাজারে আসছে ভ্যাকসিন। আগামী সপ্তাহেই টিকাকরণ। একই সময়ে টিকাকরণ শুরু করতে নির্দেশ রাশিয়ারও।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ২৭১, মৃত  ৫১। নাইসেডে কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু। ভ্যাকসিন নিলেন ফিরহাদ হাকিম। ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ।
রাজ্যে ভ্যাকসিন ট্রায়ালের উদ্বোধন রাজ্যপাল জগদীপ ধনকড়ের। করোনা-চিকিৎসার সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ। নাইসেডে এসেও রাজনৈতিক মন্তব্য, পাল্টা ফিরহাদ।
শেষমুহূর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা বাতিল। মুখ্যমন্ত্রীকে চিঠি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটির। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পাওয়া যাবে বলে আশাপ্রকাশ।
বাজারে আগুন। মধ্যবিত্তর চিন্তা বাড়িয়ে মহার্ঘ্য হল রান্নার গ্যাসও। একলাফে দাম বাড়ল ৫০ টাকা। কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ৬৭০ টাকা ৫০ পয়সা।
প্রায় ৮ মাস পরে রাজ্যে ৩ ডিভিশনে প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু। সোমবার থেকে আরও বাড়ছে মেট্রো। পরিষেবা শুরু সকাল ৭টায়, শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।
প্রায় আড়াই বছরের অপেক্ষার অবসান। কাল থেকে নতুন নামে চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ। বিকেল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তারপরেই শুরু যান চলাচল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram