'বিজেপি নীতিগত ভাবে রাষ্ট্রপতি শাসনের বিরোধী, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে'...এবিপি আনন্দে মুখ খুললেন দিলীপ ঘোষ
Continues below advertisement
একমাত্র রাষ্ট্রপতি শাসন হলে তবেই পশ্চিমবঙ্গে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব। আসন্ন বিধানসভা ভোটের আগে ঠিক একথাই বললেন বিজেপির বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, এখানকার পুলিশ তৃণমূল ক্যাডারের মতো আচরণ করে চলেছে। একান্ত সাক্ষাৎকারে দিলীপ ঘোষ জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতি মেনে পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া করতে হলে এখানে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন। তিনি যোগ করেন, নীতিগতভাবে যদিও বিজেপি রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে। আসন্ন নির্বাচনে হার অবশ্যম্ভাবী বুঝতে পেরেই এত বেপরোয়া হয়ে উঠেছে তৃণমূল ও তার সঙ্গীরা, এবিপি আনন্দকে জানাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Continues below advertisement
Tags :
Dilip Ghosh Interview Jaigaon President’s Rule In Bengal ABP Ananda Exclusive BJP Leaders ABP Ananda LIVE BJP State President Abp Ananda