পুলিশ বিভাগে যোগ দিয়ে চরবৃত্তির পরিকল্পনা ছিল কি ধৃত আল কায়দা সন্দেহভাজনের? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

আল কায়দা সন্দেহে ধৃতদের কি দিল্লিতে হামলা চালানোর ছক ছিল? তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে এনআইএ সূত্রে দাবি। মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ জনকে সোমবার রাতেই তিনটি বিমানে করে দিল্লি নিয়ে যাওয়া হয়।
'দিল্লিকে শিক্ষা দিতে হবে। নিজেকে উৎসর্গ করলেই মুক্তি পাওয়া যাবে সব কষ্ট থেকে। ' -------- এভাবেই কি মগজধোলাই করা হয়েছিল মুর্শিদাবাদ এবং কেরল থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে ধৃতদের? NIA সূত্রে দাবি, এর মধ্যে রয়েছে রাজমিস্ত্রি, ইলেকট্রিকের মিস্ত্রি থেকে কম্পিউটার সায়েন্সের ছাত্র। বিভিন্ন পেশার মানুষকে রিক্র্যুট করে জুড়ে দেওয়া হয়েছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। যার নাম GAJBWA-E-TUL HIND. 

সেখানে কি ভয়াবহ কোনও নাশকতার ছক কষা হয়েছিল?
দিল্লিতে হামলা চালিয়ে কি গোটা দেশকে নাড়িয়ে দিতে চেয়েছিল তারা?  আল কায়েদা জঙ্গি সন্দেহে মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। ছ’জনকে মুর্শিদাবাদ থেকে তিনজনকে কেরল থেকে। তবে এরাও মুর্শিদাবাদেরই বাসিন্দা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram