আলোক আনন্দ ২০২০: তারাপীঠে রাজবেশে সেজে উঠেছে দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তি, রাতে তন্ত্রমতে আরাধনা

Continues below advertisement
তারাপীঠে শক্তির আরাধনা। সাড়ম্বরে রীতি মেনে পুজো। করোনা আবহেও ভক্তদের ভিড় মন্দির চত্বরে। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তারাপীঠে। ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি, শীতল ভোগ। তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্র মতে। কথিত আছে একবার দেবীর দর্শন চান বশিষ্ঠ মুনি। তাঁকে মাতৃরূপে দর্শন দিয়েছিলেন দেবী। আর এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন বামাক্ষ্যাপা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram