আনন্দ লাইভ: কুড়ি-কে বিদায় জানিয়ে একুশকে স্বাগত জানাতে তৈরি কলকাতা

Continues below advertisement
কুড়ি-কে বিদায় জানিয়ে একুশকে স্বাগত জানাতে তৈরি কলকাতা। করোনা আবহে সরকারি বিধিনিষেধে উধাও চেনা ভিড়।
গরু পাচারকাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের। রাসবিহারী ও আলিপুরের বাড়িতে টানা ৭ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, বিনয় মিশ্রর হদিশ না পাওয়ায়, তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। ৪ তারিখ ব্যবসায়ীকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
কোনও সভা হয়নি, ছিল না কোনও মঞ্চ। রানাঘাটে রাস্তায় দাঁড়িয়েই হল দলবদল। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন ৫০ জন তৃণমূল কর্মী। কেন্দ্রের মন্ত্রীদের কোনও কাজ নেই, তাই এখানে এসে ঘুরে বেড়াচ্ছেন। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
বাঁকুড়ার বিষ্ণুপুরে সিপিএমের মিছিলে চলল বোমাবাজি। হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে পাল্টা সিপিএমের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ করেছে তৃণমূল।
তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলা ও পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির। গতকাল রাতের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা।  ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেফতার কারখানার মালিক-সহ তিনজন। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র ও যন্ত্রাংশ।
শিলিগুড়ি ও পাহাড়ে মেয়াদ উত্তীর্ণ বোর্ডগুলিতে দ্রুত নির্বাচন করানোর দাবি। মহকুমা শাসককে যৌথভাবে ডেপুটেশন দিল বাম ও কংগ্রেস। দুই দলই অভিযোগ করেছে, হারের ভয়ে ভোট করাতে চাইছে না তৃণমূল। বিরোধীদের এই অভিযোগকে গুরুত্ব দিতে চাইছে না রাজ্যের শাসক দল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram