আনন্দ লাইভ: TMC-এর এবার BJP-র মিছিল থেকেও 'গোলি মারো' স্লোগান, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান Arindam Bhattacharya-র

Continues below advertisement
তৃণমূল কংগ্রেসের পর এবার বিজেপির মিছিল থেকেও উঠল ‘গোলি মারো’ স্লোগান। বুধবার হুগলির চন্দননগরে মিছিল করেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিংহরা। সেই মিছিলেই স্লোগান ওঠে ‘গোলি মারো’। যা নিয়ে তুঙ্গে তরজা।
৪ বছরে ২ বার দল বদল! এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। অভিযোগ করলেন, তৃণমূলে যোগ্যরা কাজ করতে পারে না। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। 
আট বার হামলার পরও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। নৈহাটিতে দলীয় মঞ্চ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন শহর যুব তৃণমূলের সভাপতি। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিশ্বাসঘাতক নয়, তাই পদত্যাগ। পাশে থাকার বার্তা দিয়ে মন্তব্য করেছেন মদন মিত্র।
তৃণমূল নেতা ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুর প্রশাসক কি দল ছাড়তে চলেছেন? গতকাল দলের ১১ জন বিদায়ী কাউন্সিলরকে নিয়ে প্রাক্তন পুর প্রশাসকের বৈঠকের পরই এই জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও ওই নেতার দাবি, তিনি তৃণমূলেই থাকছেন।  জেলা তৃণমূল নেতৃত্বও এই জল্পনাকে আমল দিতে নারাজ।  তবে বিজেপির দাবি, তাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখছে।
তাঁর অবস্থান কী? জানতে চেয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামীকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। বাম-কংগ্রেস থেকে তৃণমূলে আসা ১৯ বিধায়কের ব্যাপারে কী সিদ্ধান্ত? জানতে চেয়ে পাল্টা চিঠি পাঠালেন কোচবিহারের বিধায়ক। 
শুভেন্দু অধিকারীর সভার শেষে, কাঁথি শহরের বিভিন্ন জায়গায় ছিঁড়ে দেওয়া হল বিজেপির পতাকা, ফ্লেক্স, ব্যানার। অভিযোগ তৃণমূলের দিকে। অন্যদিকে, কাঁথির রূপশ্রী বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দুপক্ষই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা, পাথর বোঝাই লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল ৩ শিশু-সহ ১৪ জনের। ৮ মাস ধরে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই চলছিল ১০ চাকার লরিটি। পরিবহণ দফতরের ওয়েবসাইটে উল্লেখ।
প্রায় ৩৫ কোটি টাকার বিদ্যুত্‍ বিল বাকি থাকায় আড়াই দিন চরম সমস্যায় কাটাল ১৬০টি পরিবার। আবাসিকদের দাবি, তাঁরা বিদ্যুত্‍ বিল নিয়মিত মিটিয়েছেন। কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শেষমেষ, বুধবার বিকেলে বিদ্যুত্‍ ফিরল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram