পরিব্রাজক অরিন্দমের বাকি জীবনের জন্য শুভেচ্ছা জানাই! Arindam Bhattacharya-র BJP-তে যোগদানের কটাক্ষ Kunal Ghosh-এর

Continues below advertisement
এবার তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন শান্তিপুরের বিধায়ক। দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীর (Kailash Vijayvargiya) উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। দল বদল করে তৃণমূলকে একহাত নিলেন তিনি। যোগদানের পর তিনি বলেন, "বাংলার যুবকদের হাতে আজ কোনও কাজ নেই। লকডাউনের সময় অনেক আশা নিয়ে ফিরেছিলেন। রাজ্যে ফিরলেও কোনও কাজ পাননি বেকার যুবকরা। বাংলায় কাজ না পেয়ে ফের ভিনরাজ্যে সেই যুবকরা। পশ্চিমবঙ্গ বললেই আজ সকলের সামনে দুর্নীতির ছবি। নরেন্দ্র মোদির (Narendra Modi) উপর ভরসা আছে। মোদির নেতৃত্বে আত্মনির্ভর হবে বাংলা। বাংলায় শুধু ব্যক্তি আক্রমণের রাজনীতি।" তাঁর এই যোগদান নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "উনি বাম সমর্থিত কংগ্রেসের বিধায়ক ছিলেন। পরবর্তীকালে তৃণমূলে এসেছিলেন। তারপর আজ বিজেপিতে যোগদান করলেন। পরিব্রাজক অরিন্দমের বাকি জীবনের জন্য শুভেচ্ছা জানাই। এরপর সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, এসইউসিআই ও বাকি যে যে দলগুলি রয়েছে সেই দলগুলিতে যোগদানের জন্যও শুভেচ্ছা রইল! দু-একটি লোক চিনতে তৃণমূলের ভুল হয়েছিল। সেইসব ভুলগুলি সংশোধন করে ও এই ধরনের লোক বেরিয়ে একটি নতুন তৃণমূল, উন্নততর তৃণমূল সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা বাংলার পক্ষে অত্যন্ত ইতিবাচক।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram