আনন্দ লাইভ: এবার কি বেসুরো শতাব্দী রায়ও? জল্পনা বাড়াল ফ্যানক্লাবের একটি ফেসবুক পোস্ট

Continues below advertisement
এবার কি বেসুরো শতাব্দী রায়ও? জল্পনা বাড়াল শতাব্দী ফ্যানক্লাবের একটি ফেসবুক পোস্ট। যেখানে তৃণমূল সাংসদ একরাশ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যদি কোনও সিদ্ধান্ত নেন, শনিবার জানাবেন। সৌগত রায় অবশ্য দাবি করেছেন, হঠাৎ কী এমন হল, তাঁর জানা নেই। তৃণমূলে সম্মান নেই, তাই সরব হয়েছেন, শাসক দলকে কটাক্ষ বিজেপির। 
বিধানসভা ভোটের আগে ফোন ট্যাপিংয়ের অভিযোগে সরব হলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এই ইস্যুতে তিনি নিশানা করেছেন শাসক দলকে। অসত্য ভাষণ দিচ্ছেন। ফোন ট্যাপ করে তো কেন্দ্রই। পাল্টা  বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। 
দল আলাদা হলেও পরিবার এক। কাউকে ছেড়ে কথা বলবে না অধিকারী পরিবার। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করার জন্য কুণাল ঘোষকে বার্তা দিলেন শিশির অধিকারী।
ফের ভাইপো নিয়ে নিশানা করল বিজেপি। ভাইপোকে বাঁচাতে গিয়ে তৃণমূল উঠে গেল। তৃণমূলকে কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। তৃণমূল অর্জুন সিংকে পাল্টা কটাক্ষ করে বলেছে ওঁর কথার কোনও গুরুত্ব নেই। 
জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সায়ন্তন বসু। তৃণমূল সাংসদকে হাজী মস্তানের সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।  
বাংলার সংস্কৃতি বোঝে না বিজেপি। ওরা করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর। আজ বসিরহাটে এক অনুষ্ঠানে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তাঁর অভিযোগ, বিজেপি প্রচুর টাকা ছড়াচ্ছে। এই নিয়ে পাল্টা তৃণমূল সাংসদকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
রাজ্যে ফের আক্রান্ত হল পুলিশ। ঝালদায় বেধড়ক মারধর করা হল এস আই-কে। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তারাও। একে অন্যকে দোষারোপ করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি।
আলিপুরদুয়ারে ফের বাধাপ্রাপ্ত ফোর লেন তৈরির কাজ। ভারতীয় কিষাণ সঙ্ঘের বাধায় আপাতত কাজ বন্ধ করতে বাধ্য হল কর্তৃপক্ষ। বিজেপি ও আরএসএস-এর শাখা সংগঠন ইচ্ছাকৃতভাবে উন্নয়নে বাধা দিচ্ছে, দাবি করেছে তৃণমূল। রাজ্য সরকার জমি হস্তান্তরে সাহায্য করছে না, পাল্টা দাবি করেছে বিজেপি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram