আনন্দ লাইভ: বাগবাজারে ব্রিজের কাছে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বহু ঝুপড়ি

Continues below advertisement
বাগবাজারে ব্রিজের কাছে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বহু ঝুপড়ি। আগুন ছড়িয়ে পড়ে মায়ের বাড়ির অফিসের একাংশে। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের ২৫টি ইঞ্জিন। আজ সন্ধে ৭টা নাগাদ আগুন লাগে এই ঝুপড়ি এলাকায়। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পাশের বহুতল ও মায়ের বাড়ির অফিসের একাংশে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক দমকলকর্মী। দেরিতে দমকল আসার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
দিল্লিতে আজ ইডি-র হাতে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংহ। অ্যালকেমিস্টের মালিকের বিরুদ্ধে দেড়শো থেকে দু’শো কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। এর আগে তল্লাশি অভিযানে তাঁর বাড়ি থেকে ১০ হাজার ডলার ও নগদ ৩২ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয় বলে ইডি সূত্রে দাবি। কে ডি সিং অবশ্য দাবি করেছেন, তিনি কোনও অন্যায় করেননি।
ভোটের আগে ফের চিটফান্ড ইস্যুতে চড়ছে তরজার পারদ। মঙ্গলবারের পর বুধবারও পটাশপুর থেকে মুকুল রায়কে আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ভাইপো ইস্যুতে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন তিনি। আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীও।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পর এবার পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতির পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে দিল তৃণমূল। তাঁর জায়গায় জেলা সভাপতি করা হল মন্ত্রী সৌমেন মহাপাত্রকে। এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শিশির অধিকারীও।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram