আনন্দ লাইভ: বিতর্কিত স্লোগান ঘিরেও আমরা-ওরার অভিযোগ

Continues below advertisement
বিজেপির গোষ্ঠীকোন্দল ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল বর্ধমান শহর। ভাঙচুর হল জেলা অফিসে, আগুন লাগানো হল গাড়িতে। বিজেপি জেলা নেতৃত্বের অবশ্য দাবি, দলের কেউ নয়, তৃণমূলের ইন্ধনেই এই কাজ হয়েছে। অভিযোগ অস্বীকার করে শাসক দলের বক্তব্য, এটা বিজেপির কোন্দলেরই ফল।
আসানসোলেও বাবুল সুপ্রিয় ও অরবিন্দ মেননের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীদের একাংশ। বাবুল সুপ্রিয়, অরবিন্দ মেননের মতো শীর্ষ নেতাদের উপস্থিতিতে বৈঠক চলাকালীনই জেলা পার্টি অফিসের শাটার নামিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা।
শান্তিপুরে বিজেপির এক বুথ সভাপতিকে খুনের ঘটনায় অভিযোগ উঠেছিল অরিন্দম ভট্টাচার্যর বিরুদ্ধে। এখন অরিন্দম বিজেপিতে আসার পর এনিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছে নিহত বিজেপি নেতার পরিবার।
পুলিশ যার হাতে, তার হাতেই কেশপুর! পশ্চিম মেদিনীপুরের একদা বামদুর্গ কেশপুরে দাঁড়িয়ে তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বামেদের প্রশংসার পাশাপাশি আহ্বান জানালেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বামেরা। শুভেন্দু প্রসঙ্গে সুর চড়িয়েছে তৃণমূলও।
স্লোগানটা উঠেছিল একইরকম!! কিন্তু, দু’ক্ষেত্রে নেওয়া হল দুই ভিন্ন পদক্ষেপ!! বুধবার হুগলির চন্দননগরের রথতলা মোড়ে, বিজেপির মিছিলে শোনা যায় ‘গোলি মারো’ স্লোগান!! স্লোগান দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিজেপি যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুরেশ সাউ-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের মিছিলে স্লোগানের ঘটনায় কেন গ্রেফতার নয়? প্রশ্ন তুলেছে বিজেপি।
দল ও পরিবারের মঙ্গল কামনায় জলপাইগুড়িতে পুজো দিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। নাম না করে সৌমিত্র খাঁকে দুষ্টচক্র থেকে বেরিয়ে এসে ফের সংসার করার বার্তা দিলেন তিনি। এনিয়ে সুজাতাকে কটাক্ষ করেছে বিজেপি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram