Bimal Gurung at Siliguri: 'প্রতিশ্রুতিভঙ্গ করেছে BJP', সাড়ে তিন বছর পর সমতলে সভায় সরব বিমল গুরুঙ্গ
Continues below advertisement
প্রতিশ্রুতিভঙ্গ করেছে BJP। সাড়ে তিন বছর পর সমতলে সভা করে এমনটাই অভিযোগ করলেন Bimal Gurung। এদিন শিলিগুড়ির সভা থেকে গুরুঙ্গ বলেছেন, 'আগামী এক সপ্তাহের মধ্যে তিনি পাহাড়ে সভা করবেন।' এদিন এযাবৎকাল যাঁরা অন্তরালে ছিলেন, তাঁরা গুরুঙ্গের সভা চলাকালীন প্রকাশ্যে এসেছেন। এমনটাই সূত্রের খবর। যদিও এই সভাকে গুরত্ব দিতে নারাজ বিনয় তামাঙ্গ গোষ্ঠী।
Continues below advertisement