Diwali 2020: চিনা আলো নয়, দীপাবলিতে জ্বলুক মাটির প্রদীপ, সিঙ্গুরে বিজেপির প্রচার, তাই নিয়েও শুরু তরজা
Continues below advertisement
চিনা আলো নয়, দীপাবলিতে এবার ব্যবহার হোক মাটির প্রদীপ। এই বার্তা নিয়ে হুগলির সিঙ্গুরে বিজেপির কর্মসূচি। রাজ্য সরকারের বিরুদ্ধে মৃত্শিল্পীদের জন্য কিছু না করার অভিযোগ। যদিও গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আর এই উত্সবের আগে বাজার ছেয়ে যায় কমদামী চিনা আলোয়। কিন্তু লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘাতের আবহ এবং মোদির আত্মনির্ভর ভারত গড়ার স্লোগানকে হাতিয়ার করে চিনা আলো বর্জনের ডাক দিল বিজেপি। পরিবর্তে বাংলার মৃত্শিল্পীদের হাতে গড়া মাটির প্রদীপ ব্যবহার করার ডাক দিয়ে হুগলির সিঙ্গুরের রাজারামবাটি গ্রামে জনসংযোগ কর্মসূচিও সারল গেরুয়া শিবির।
Continues below advertisement
Tags :
Indo-China Conflict Atmanirbhar Bharat Happy Diwali 2020 Happy Diwali Diwali 2020 ABP Ananda LIVE Hooghly Diwali Abp Ananda TMC BJP