BJP’s Nabanna Abhijan: কাশ্মীরের লাইসেন্স নিয়ে বাংলায় বিজেপির মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন বলবিন্দর? আজই আদালতে পেশ

Continues below advertisement

বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত অর্জুন ঘনিষ্ঠ প্রিয়াঙ্গু পাণ্ডে ও তাঁর দেহরক্ষী বলবিন্দর সিংহকে আজই হাওড়া আদালতে পেশ। যদিও ধৃতের দাবি, লাইসেন্সড আগ্নেয়াস্ত্র নিয়েই মিছিলে যোগ দেন তিনি। রাজৌরির ওই লাইসেন্সের পারমিট দেশের সর্বত্র বৈধ বলে দাবি অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতার। যদিও পুলিশ সূত্রে খবর, হাওড়ায় বিজেপির অভিযানের সময় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ২০০৯ সালে রজৌরির জেলাশাসক ইস্যু করেছিলেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram