BJP’s Uttarkanya Abhijan: BJP-র উত্তরকন্যা অভিযান আজ, কাঁদানে গ্যাস, জল কামান নিয়ে তৈরি পুলিশ, RAF

Continues below advertisement

আজ বিজেপির উত্তরকন্যা অভিযান।  ইতিমধ্যেই শিলিগুড়িতে হাজির হয়েছেন দলের কর্মী-সমর্থকরা।  বিজেপি সূত্রে খবর, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার দিকে এগোবে মিছিল। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ির নৌকাঘাট থেকে। নেতৃত্ব দেবেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)। অন্য মিছিলটি বেরোবে ফুলবাড়ি থেকে। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  উত্তরকন্যা অভিযানকে ঘিরে প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসনও।  বাইরের কয়েকটি জেলা থেকেও আনা হয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram