স্বস্তি বাবুলের! নিউজ চ্যানেলে মহুয়া মৈত্রের সম্মানহানির অভিযোগে পুলিশের চার্জশিট খারিজ হাইকোর্টে
নিউজ চ্যানেলের অনুষ্ঠানে মহুয়া মৈত্রের ( Mahua Moitra ) সম্মানহানির অভিযোগের ভিত্তিতে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo ) বিরুদ্ধে পুলিশের চার্জশিট (CHARGE SHEET)খারিজ হাইকোর্টের (HIGH COURT)। ২০১৭ সালে বাবুলের বিরুদ্ধে অভিযোগ করেন মহুয়া। চার্জশিট দেয় পুলিশ। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন বাবুল। ২০১৭ সালে, আসানসোলের বিজেপি সাংসদ তথা মোদি সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তৎকালীন নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক। মহুয়া মৈত্রের অভিযোগ ছিল, একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে, বাবুল সুপ্রিয় তাঁর সম্পর্কে কুকথা বলেন যার জেরে তাঁর সম্মানহানি হয়েছে। এই বিষয়ে আলিপুর থানায় লিখিত অভিযোগও করেন মহুয়া। সেই অভিযোগের ভিত্তিতে বাবুলের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এরপরই পুলিশের চার্জশিটকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন বাবুল সুপ্রিয়।