Corona: ১২৫০ নয়, রাজ্যে এখন থেকে ৯৫০ টাকায় RTPCR টেস্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Continues below advertisement
টেস্ট, টেস্ট আর টেস্ট। Corona-কে নিৰ্মূল করতে হলে খোলা আছে এই একটাই পথ। শুরু থেকেই এই কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কম খরচে দ্রুত নির্ভুল টেস্ট করা না গেলে কী করে নির্মূল করা যাবে করোনা ভাইরাসকে?
এই প্রেক্ষিতে বৃহস্পতিবার নবান্ন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে এক ধাক্কায় সরকারি ও বেসরকারি হাসপাতালে RTPCR টেস্টের খরচ কমে হল ৯৫০ টাকা। আগে যা ছিল ১২৫০ টাকা। যদিও করোনা পরীক্ষা বিনামূল্যে করানো উচিত বলে রাজ্য সরকারের সমালোচনা করেছে বিরোধীরা। নির্বাচন বলেই কী পরীক্ষার খরচ কমানোর ভাবনা বলেও খোঁচা দিয়েছে তারা।
লকডাউন পর্ব শুরুর দিকে রাজ্যে করোনা পরীক্ষার খরচ ছিল ৪৫০০ টাকা। জুন মাসে যা হয় ২২৫০ টাকা, পুজোর আগে যা কমে হয়েছিল ১২৫০ টাকা।
Continues below advertisement
Tags :
Corona Test Cost RTPCR Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Digital ABP Ananda Bengali News ABP Ananda LIVE Corona Abp Ananda Nabanna Covid-19 Mamata Banerjee