Corona Vaccine: ভ্যাকসিনের কার্যকারিতা দেখে এখনই উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ নেই! শুনুন চিকিৎসকরা কী বলছেন
Continues below advertisement
নিজেদের তৈরি Vaccine-র কার্যকারিতা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তবে বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিনের কার্যকারিতা দেখে এখনই উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ নেই। আর আমেরিকা, রাশিয়ার ভ্যাকসিন ভারতের বাজারে মিলবে কিনা, তা নিয়ে সংশয়ও রয়েছে। ব্রিটেনের Oxford- AstraZeneca থেকে আমেরিকার ফাইজার কিংবা Moderna। করোনার ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে নেমেছে বিভিন্ন দেশের তাবড় বড় বড় সংস্থা। কাদের ভ্যাকসিন বেশি কার্যকর, তা নিয়েও যেন কার্যত প্রতিযোগিতা চলছে। ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা দাবি করেছে, তাদের ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর। আমেরিকার কোম্পানি মডার্নার দাবি, তাদের ভ্যাকসিন ৯৪ শতাংশ কার্যকর। আরেক মার্কিন সংস্থা ফাইজার আবার দাবি করেছে, তাদের ভ্যাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশ।
Continues below advertisement
Tags :
ABP নন্দ এবিপি আAnanda LIVE Ananda করোনা পাশবালিশ ABP Ananda ‘ Russian Vaccine Oxford ABP Ananda Digital ABP Ananda Bengali News America AstraZeneca Corona Vaccine