দেখুন রাজ রাজেশ্বরী রূপে দেবীর নয়নভুলানো রূপ, ৪৫০ বছরে বসু চৌধুরী বাড়ির পুজো
Continues below advertisement
৪৫০ বছরে পড়ল বসু চৌধুরী বাড়ির পুজো। ঈষাণ চন্দ্র বসু পান্ডুয়ার ইলছোবা দাসপুর পঞ্চায়েতের অন্তর্গত গোজিনা দাসপুর গ্রামে এই পুজোর সূচনা করেন। সেই থেকেই বংশ পরম্পরায় চলে আসছে এই পুজো। এখানে দেবী দুর্গাকে পঞ্চমুন্ডির আসনে পুজো করা হয়। রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে পুজো শুরু হয়। এরপর মণ্ডপে দেবী দুর্গাকে তৈরি করা হয়। সপ্তমী,অষ্টমী, নবমী ও সন্ধিপুজোয় ১ মন ১০ সের চালের নৈবেদ্য দেওয়া হয়। এখানে মা দুর্গাকে রাজরাজেশ্বরী রূপে পূজা করা হয়। তবে এখানের দুর্গা দালানের মা বলে পরিচিত।
Continues below advertisement