দর্শক না থাকলেও, ঢাকিরা থাকবেন মণ্ডপেই, অনুমতি দিল আদালত
দর্শকশূন্যই থাকবে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপ। আগের রায় বহাল রেখে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুজোর রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় ফোরাম ফর দুর্গোত্সব। তাদের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দিল, আগের রায়ই বহাল থাকছে। সেই সঙ্গে জানায়, দর্শকশূন্যই থাকবে পুজো প্যান্ডেল। বড় পুজো অর্থাত্, ৩০০ বর্গ মিটারের বেশি মাপের মণ্ডপে প্রবেশের জন্য উদ্যোক্তা, স্থানীয় বাসিন্দা ও ঢাকি মিলিয়ে ৬০ জনের তালিকা বানাতে হবে। তবে মণ্ডপের ভিতরে থাকতে পারবেন সর্বোচ্চ ৪৫ জন। ৩০০ বর্গ মিটারের কম মাপের মণ্ডপের জন্য ২০ জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন ১৫ জন। উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা রোজ আপডেট করা যাবে। করোনা বিধি মেনে নো এন্ট্রি জোনে থাকতে পারবেন ঢাকিরা।