দুর্গাপুর ব্যারেজের লকগেট বিপর্যয়: জল সঙ্কট রুখতে তৎপর বাঁকুড়া জেলা প্রশাসন, মজুত করা হচ্ছে জলের পাউচ
Continues below advertisement
দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে যাওয়ায় জল সঙ্কট দেখা দিতে পারে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রস্তুতি সেরে রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন। ইতিমধ্যে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে প্রস্তুত রাখা হচ্ছে জলের পাউচ। বড়জোড়া, বাঁকুড়া ১ এবং ২ নং ব্লকে জল সঙ্কট দেখা দিলে পাউচ বিলি করা হবে। পুরসভার তরফেও প্রস্তুত রাখা হয়েছে জলের ট্যাঙ্কার।
Continues below advertisement
Tags :
Durgapur Barrage Repair Lock Gate Repair Irrigation Department ABP Ananda LIVE Bankura Abp Ananda