ফটাফট: অফিস টাইমে ১০০% লোকাল চললেও কমল না ভিড়, বেলুড়ে প্রহৃত ৭ পুলিশকর্মী, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
আজ থেকে অফিস টাইমে চলছে ১০০ শতাংশ লোকাল ট্রেন। গতকাল রেল রাজ্য বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন বাড়িয়ে কমানো যায়নি ভিড়। লোকাল ট্রেন চালু হতে হাওড়া ফেরি ঘাটে ভিড়। অফিস টাইমে টিকিট কাউন্টারে লম্বা লাইন। জামুরিয়ায় দেশী মদের দোকানে চারজনকে পিটিয়ে খুন। ঘুমন্ত অবস্থায় দোকানের তিন কর্মীকে বেধড়ক মার। গ্রেফতার অভিযুক্ত। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে শ্যুট আউট। স্কুল পড়ুয়াকে গুলি করে খুন। ক্লাবের সামনে থেকে দেহ উদ্ধার। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কমল দৈনিক সুস্থতাও। একদিনে মৃত্যু ৫৪৭ জনের। আক্রান্ত প্রায় ৪৫ হাজার। বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কমল দৈনিক সুস্থতাও। গতকাল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৫২৮ জনের। এখনও পর্যন্ত মৃত ১২,৯১,৮৩৭। আদালতের নির্দেশ উপেক্ষা করেই বেলুড়ে আবাসনে বাজি ফাটানোর অভিযোগ। অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। জখন সাত। গ্রেফতার পাঁচ। অন্ডালে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয় গতকাল। ধৃত বেড়ে হল ৯। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement