ফটাফট: আজ রাজধানীর রাজপথে কৃষকদের ট্র্যাক্টর মিছিল, রেড রোডে কুচকাওয়াজে রাজ্যের তরফে নেতাজির ছবি দেওয়া ট্যাবলো
Continues below advertisement
মোদি সরকারের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে প্রজাতন্ত্র দিবসে (Republic Day) রাজধানীর রাজপথে হচ্ছে কৃষকদের ট্র্যাক্টর মিছিল। সিঙ্ঘু, তিখড়ি এবং গাজিপুর তিন প্রান্ত থেকে ৫০০০ ট্র্যাক্টর দিল্লি পৌঁছবে। রুট বদলেভ দিয়েছে দিল্লি পুলিশ। দেওয়া হয়েছে একাধিক শর্ত। ৭২তম প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ থাকলেও করোনা আবহে এবছর ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন। তাই অতিথিবিহীন কুচকাওয়াজ পালিত হবে রাজধানীতে। রেড রোডে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে রাজ্যের তরফে থাকবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি দেওয়া ট্যাবলো। ভিক্টোরিয়া কাণ্ড থেকে দেবলীনা-সায়নীকে ধর্ষণের হুমকি। প্রতিবাদে মেট্রো চ্যানেলে বিশিষ্টদের প্রতিবাদ। অসুস্থ সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। দেখতে হঠাৎ উডল্যান্ডসে রাজীব বন্দ্যোপাধ্যায়। দেখতে গেলেন রাজ্যপালও। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৫২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। ১০ ফেব্রুয়ারি থেকে ফের খুলছে বেলুড় মঠ (Belur Math)। সকালে ও বিকেলে দু'দফায় ঢুকতে পারবেন দর্শনার্থীরা। মানতে হবে করোনা বিধি। ফের চিনা আগ্রাসন। সামান্য ঘটনা, জানাল ভারত।
Continues below advertisement
Tags :
Lal Kella Fatafat Tractor Rally Belur Math Corona Republic Day Parade Red Road Kolkata Delhi Narendra Modi Republic Day West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Assembly Elections 2021