ফটাফট: বাংলাজুড়ে বিষাদের সুর, মণ্ডপে-বনেদি বাড়িতে শুরু উমা বিদায়ের পালা, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

আজ দশমী। উমা বিদায়ের পালা। মুদিয়ালিতে শুরু দেবী বরণ। কড়া নিরাপত্তায় গঙ্গায় প্রতিমা বিসর্জন। শুরু হয়েছে প্রক্রিয়া। তার আগে ঘাটগুলিতে কড়া নিরাপত্তা। বাবুঘাটে ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার তরফে। পুলিশ সূত্র অনুযায়ী, আজ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে। সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে প্রতিমা নিরঞ্জন। ২ টি ওয়াচ টাওয়ার থেকে নজর রাখা হবে। পুজোর কলকাতায় জোড়া বাইক দুর্ঘটনা। বেপরোয়া গতির বাইকে ২ জনের মৃত্যু, আহত ২। ভারতে কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতাও। দশমীর সকালে বোলপুরে সুরুল জমিদার বাড়িতে অপরাজিতার পুজো। আরতি এবং তারই সঙ্গে ভোগ বিতরণ। মেমারিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, ভস্মীভূত গুরুত্বপুর্ণ নথি, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram