ফটাফট: এবার কোনদিকে? রবিবার বলবেন শুভেন্দু, সিদ্ধান্তে 'মন খারাপ' কল্যাণের, আরও খবর

Continues below advertisement

তৃণমূলে থাকবেন, না কি দল ছাড়বেন? সোমবার মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভার ঠিক আগে রবিবার সাংবাদিক বৈঠক শুভেন্দুর। সূত্রের খবর, রবিবারই নিজের বক্তব্য জানাবেন প্রাক্তন পরিবহণমন্ত্রী।

অভিষেক-PK-র সঙ্গে বৈঠকের সাড়ে ১৪ ঘণ্টাতেই ছন্দপতন। একসঙ্গে কাজ করা মুশকিল, Sougata Roy-কে বার্তা Suvendu Adhikari-র। প্রশ্নের সমাধানের বদলে  চাপিয়ে দেওয়ার অভিযোগ। মিটিংয়ে যা হয়েছিল, তাই বলেছি। যদি শুভেন্দু মত পরিবর্তন করে থাকে তবে তা তাঁর সিদ্ধান্ত, প্রতিক্রিয়া সৌগতর।

 তৃণমূলে শুভেন্দু আশায় কার্যত ইতি। এটাই হওয়ার ছিল, কটাক্ষ কৈলাসের। শুভেন্দুকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা ব্যর্থ, খোঁচা Adhir Ranjan Chowdhury-র। মন খাৱাপ হয়ে গেছে, মন্তব্য কল্যাণের।


'বন্ধু দেখা হবে', জ্যোতিপ্রিয়র সঙ্গে সাক্ষাৎ এড়ানোর পরেই শীলভদ্রের গেরুয়া পোস্টে জল্পনা। পুরোনো বন্ধুদের কথা বলছি, জাতীয় পতাকাতেও তো আছে গেরুয়া, দাবি বিধায়কের। হাতিয়ার 'আর নয় অন্যায়' স্লোগান। এবার পাল্টা দুয়ারে দুয়ারে বিজেপিও। ৫ তারিখ থেকে শুরু রাজ্যব্যাপী কর্মসূচি। বাংলার উন্নয়নে বাঙালির থেকে বেশি ভূমিকা বাংলার বাইরের মানুষের। Dilip Ghosh-র মন্তব্যে ফের বিতর্ক। শাহরুখ খান, প্রশান্ত কিশোর নিজের লোক, বহিরাগত শুধু মোদি-শাহ? তুললেন প্রশ্ন। মন্তব্যের কড়া সমালোচনা বিরোধীদের। রাজ্যে একদিনে Corona আক্রান্ত ৩ হাজার ২৭১, মৃত ৫১। ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। এবার জেলায় জেলায় শুরু হল ট্রেন। সোমবার থেকে আরও বাড়ছে মেট্রো। আজ থেকে নতুন নাম চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ। বিকেলে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, তারপরেই শুরু যান চলাচল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram