ফটাফট: নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজে 'বাধা', ঠিকাদার সংস্থার কর্মীদের মারধরের অভিযোগ, সঙ্গে আরও খবর

Continues below advertisement

দুর্নীতি আর তৃণমূল সমার্থক। দুটোকে আলাদা করা কঠিন। রাজ্যের শাসক দলকে আক্রমণ দিলীপ ঘোষের। বিজেপির রাজ্য সভাপতিই ওই দলের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অবস্থা এখন বাঁধাকপির মতো। পাতা ছাড়াতে ছাড়াতে আর কপিই পাওয়া যাবে না। রাজ্যের শাসক দলের সাংগঠনিক রদবদল নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। এবার তিনটি জেলায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা। ইংরেজবাজার, চাকদা ও দুর্গাপুরে একাধিক এলাকায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার, শুরু তৃণমূল-বিজেপি চাপানউতোর। পাটুলির কাছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজে বাধা, ঠিকাদার সংস্থার কর্মীদের মারধরের অভিযোগ। ঠিকাদার সংস্থার অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কাজে বাধা দিচ্ছেন এক স্থানীয় বাসিন্দা। গতকাল রাতে কাজ চলাকালীন এক ডাম্পারচালক ও সুপারভাইজারকে তিনি মারধরও করেন বলে অভিযোগ। ক্ষমতায় এসে প্রথমেই কোভিড নিয়ন্ত্রণ, বর্ণবৈষম্য দূর করার মতো ইস্যুগুলির দিকে নজর দেওয়া হবে। আজ ডেলাওয়ারে প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে তাঁর প্রথম বক্তৃতায় ঘোষণা করলেন জো বাইডেন। তিনি বলেন, কোভিডকে নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত অর্থনীতিকে মেরামত করা সম্ভব নয়। তিরানব্বইতে পা দিলেন লালকৃষ্ণ আডবাণী। আজ তাঁর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ষীয়ান নেতাকে প্রণাম করার পাশাপাশি, তাঁকে কেকও খাইয়ে দেন প্রধানমন্ত্রী। সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর জখম একই পরিবারের ৫ জন, খড়গপুরের ঘটনা। হুগলির ভদ্রেশ্বরে পথ দুর্ঘটনায় তরুণ ফুটবলের মৃত্যু। কলকাতায় শীতের আমেজ, আরও নামল পারদ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram