ফটাফট: ভালো আছেন করোনা আক্রান্ত ট্রাম্প, ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য দুই বিজেপি নেতার, অন্য খবর
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য বালিয়ার বিজেপি বিধায়কের। ধর্ষণের জন্য কার্যত কাঠগড়ায় তুললেন মেয়েদেরই। 'মেয়েদের সংস্কার শেখাক পরিবার। সংস্কার শেখানোর দায়িত্ব বাবা-মায়ের। শুধুমাত্র প্রশাসন ধর্ষণ আটকাতে পারবে না’। মন্তব্য বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহর। অন্যদিকে উত্তরপ্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব জানান, "ঘাস কাটতে গিয়ে বাজরার ক্ষেতে কী করছিলেন নির্যাতিতা। নিন্দা না করে সমর্থন করছে বিজেপি, কটাক্ষ পার্থর। কংগ্রেসের পর হাথরসের নির্যাতিতার বাড়িতে সমাজবাদী পার্টির সদস্যরা। অন্যদিকে জেলাশাসকের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব প্রিয়ঙ্কা গাঁধী। বিহারে গণধর্ষণের অভিযোগ। রাজ্যের নারী নির্যাতনের ঘটনা ঘটলে প্রশাসনের বিরুদ্ধে চেপে দেওয়ার অভিযোগ এনে মেয়ো রোডে ধরনা বিজেপির মহিলা মোর্চার। ভালো আছেন করোনা আক্রান্ত ট্রাম্প, ভিডিও বার্তায় জানালেন নিজেই।