West Bengal Election: '১০ বছরের মধ্যে সাড়ে ৯ বছর ভোগ করার পর এখন উপলব্ধি হল', শুভেন্দুর চিঠিকে কটাক্ষ ফিরহাদের

Continues below advertisement
TMC কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। চিঠিতে তিনি লিখেছেন, গত দশ বছরে দলে কোন পরিবর্তন হয়নি। নিচু তলার কর্মীরা একটু একটু করে দল তৈরি করেছেন। যাঁরা দল তৈরি করেছেন, তাঁরা প্রাধান্য না পেয়ে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পেয়েছে। রাজ্যের মানুষকে ঠিক করতে হবে তারা কী করবেন। আজ আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই চিঠি প্রসঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, '১০ বছরের মধ্যে সাড়ে ৯ বছর ভোগ করার পর এখন মনে পড়ল। বিজেপিতে যাওয়ার আগে এসব মনে পড়ছে।' শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেছেন, 'উনি শুধু নন্দীগ্রাম করেছেন। আমরা ধানতলা, কেশপুর, বানতলা, চমকাইতলা করেছি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হয়েছেন। উনি বড় বাড়ির ছেলে, দেখতে সুন্দর, নাম হয়ে গেছে। তাই ভাবছেন সব পেলাম।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram