Suvendu Adhikari: বৈঠকে যা হয়েছিল সেটাই জানিয়েছিলাম, এরপর কেউ মত বদলালে তার ব্যাপার, শুভেন্দু প্রসঙ্গে প্রতিক্রিয়া সৌগতর
Continues below advertisement
রাতে শুভেন্দু অধিকারী-অভিষেক বন্দ্যোপাধ্যায়-প্রশান্ত কিশোর বৈঠক, দুপুরেই ছন্দপতন। ‘একসঙ্গে কাজ করা মুশকিল, মাফ করবেন,’ সৌগত রায়কে হোয়াটস অ্যাপ শুভেন্দুর। ‘আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি। সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। ৬ ডিসেম্বর আমার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সাংবাদিক সম্মেলন করে সব জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই সংবাদমাধ্যমকে সব জানিয়ে দিলেন। ফলে একসাথে কাজ করা মুশকিল, মাফ করবেন,’ সৌগতকে হোয়াটস অ্যাপ করে জানালেন শুভেন্দু। শুভেন্দুর মেসেজ পেয়েছি, জানালেন সৌগত। ‘কালকের বৈঠকে যা হয়েছিল, সত্যনিষ্ঠার সঙ্গে জানিয়েছিলাম। কালই বলেছিলাম শুভেন্দু পরে বলবে। এরপর শুভেন্দু মত পরিবর্তন করলে তার সিদ্ধান্ত,’ শুভেন্দুর হোয়াটস অ্যাপ নিয়ে প্রতিক্রিয়া সৌগতর। ‘দলের সঙ্গে সমঝোতা সম্ভব নয়, এটা হওয়ারই ছিল,’ শুভেন্দুকে নিয়ে মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র।
এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত জানিয়েছেন, ‘আমি আপনাদের কাছে সত্যনিষ্ঠার সঙ্গে বলেছি, গতকালের বৈঠকে যা হয়েছে। শুভেন্দু অধিকারী ছাড়া আরও চারজন উপস্থিত ছিলাম। যদি উনি মন পরিবর্তন করে থাকেন, তাহলে সেটা তাঁর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। তিনি আপনাদের সিদ্ধান্ত জানাবেন। এর বেশি আমি কিছু বলব না।’
এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত জানিয়েছেন, ‘আমি আপনাদের কাছে সত্যনিষ্ঠার সঙ্গে বলেছি, গতকালের বৈঠকে যা হয়েছে। শুভেন্দু অধিকারী ছাড়া আরও চারজন উপস্থিত ছিলাম। যদি উনি মন পরিবর্তন করে থাকেন, তাহলে সেটা তাঁর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। তিনি আপনাদের সিদ্ধান্ত জানাবেন। এর বেশি আমি কিছু বলব না।’
Continues below advertisement
Tags :
Saugata Roy Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021 Suvendu Adhikari