‘সংবিধান, আইনের শাসনকে উপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী’, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে উদ্বেগপ্রকাশ রাজ্যপালের
Continues below advertisement
অমিত শাহের বৈঠকে পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, রাজ্যে রাজনৈতিক হিংসা চলছে অথচ ঘুমিয়ে আছে প্রশাসন। আমি উন্নতিতে বিশ্বাস করি, যা কাজের মাধ্যমেই সম্ভব। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। প্রশাসনকে বারবার চিঠি লিখেও কোনও উত্তর পাই না। প্রশাসনিক আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলেও জানান তিনি। তিনি ফের বলেন, দেশের সংবাদমাধ্যমের জানা উচিত পশ্চিমবঙ্গের কথা। বাংলায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। রাজ্যে পুলিশ নিষ্ক্রিয় বলেও সরব হন তিনি। এই পরিস্থিতিতে বাংলায় কীভাবে নির্বাচন হবে তা নিয়ে উদ্বিগ্ন আমি। সংবিধান, আইনের শাসনকে উপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী। বাংলায় আমলারা রাজনৈতিক দলের অনুগত হয়ে কাজ করেন, বিস্ফোরক মন্তব্য রাজ্যপালের।
Continues below advertisement
Tags :
Political Violance Jagdeep Dhankar ABP Ananda LIVE Abp Ananda BJP TMC Amit Shah Mamata Banerjee