জতুগৃহ: নন্দরাম, বাগড়ি মার্কেট থেকে বৌবাজার, বারবার কেন শহরে অগ্নিকাণ্ড?
Continues below advertisement
কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লাইনটাই বার বার মনে পড়ে যায়, কারণ স্টিফেন কোর্টের ১০ বছর পেরিয়ে গেলেও ছবিটা কিন্তু বদলায়নি। গণেশচন্দ্র অ্যাভিনিউতে বহুতলে বিধ্বংসী আগুনে প্রাণ গেল ২ জনের। বারবার কেন অগ্নিকাণ্ড? কলকাতার কোথায়, কোথায় ছড়িয়ে মরণফাঁদ? এই নিয়েই আজকের আলোচনা।
Continues below advertisement
Tags :
Stephen Court Building Sunil Ganguli Bagri Market Ganesh Chandra Avenue Bowbazar ABP Live Abp Ananda Fire